Thursday, June 23, 2011

বাংলাতে অনুবাদ করার সুবিধা যুক্ত করল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google)

মূল কথা :
এখন থেকে বাংলাতে অনুবাদ করতে পারবেন যে কোন বাক্য বা শব্দকে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (www.google.com) চালু করল বাংলাতে অনুবাদ করতে পারার সুবিধা। এখন থেকে ভিন্নভাষী যে কোন শব্দ বা বাক্যকে বাংলায় অনুবাদ করুন অতি সহজে translate.google.com এই সাইট থেকে।

ব্যাখ্যা:
১. প্রথমে translate.google.com এই সাইটে যান।২. তারপর চিত্রের মত From এর ডান পাশের ড্রপডাউন মেনু থেকে Detect language এ ক্লিক করুন।
৩. তারপর To এর ডান পাশের ড্রপডাউন মেনু থেকে Bengali সিলেক্ট করুন।

৪. এরপর আপনার কাংখিত বাক্য বা শব্দটি From এর নিচের বক্স এ লিখুন।
৫. তারপর Translate এ ক্লিক করুন।

ব্যাস পেয়ে গেলেন আপনার কাংখিত বাংলা অনুবাদ। চিত্রে আমি একটি বাংলা অনুবাদ করে দেখালাম।
ভাল থাকবেন।

Wednesday, June 22, 2011

Preliminary result of 31st BCS

Today 22-06-2011, 31st BCS preliminary results is published by PSC which was held by May 27, 2011. About 185,000 students had attained on that examination and 10212 students are finally selected. Result is available at PSC website. Here I also attached the 31st preliminary result sheet. Download the PDF result sheet from the below link and see your result.

Click the below link to download the PDF file of the objective examination result of 31st BCS.

Preliminary result of 31st BCS

Or, go to PSC website and download the same PDF file.

68 student’s results are on hold. Those students have to go PSC with their admit card within 5th July 2011.

Selected candidates are told to collect BPSC form 2 within 30-06-11 from 10.00 AM to 4.00 PM & submit the BPSC form 2 within 14-06-11 from 10.00 AM to 4.00 PM.

This BCS preliminary question was harder than previous BCS objective question. Only 10212 students are selected for written test.

Best wishes for the selected candidates.

Tuesday, February 15, 2011

একটু সচেতনতা কমাতে পারে ডায়রিয়ার প্রবণতা!

ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। গ্রীষ্মকালে প্রচন্ড গরমে এবং বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায় । যার কারণে প্রতি বছর অসংখ্য লোক বিশেষ করে শিশুরা মৃত্যুমুখে পতিত হয়।

আই সি ডি ডি আর বি (ICDDR,B) হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী – বাংলাদেশের শতকরা ২৫ ভাগ শিশু ডায়রিয়ার কারণে মারা যায়। প্রোটজোয়া কিংবা রোটা ভাইরাস জনিত ডায়রিয়া যার অন্যতম প্রধান কারণ। সুনির্দিষ্ট ভাবে রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার মাধ্যমে মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব

(Reference : Health and Science Bulletin Vol 4 No 1, March 200,6 ICDDR,B)



ডায়রিয়া কি বা কাকে ডায়রিয়া বলা হয়:

স্বাভাবিক ভাবে শিশুর পাতলা পায়খানা হলেই তাকে ডায়রিয়া নামে অভিহিত করা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে ডায়রিয়া বলতে একটু ভিন্ন অর্থ বোঝায়। যদি কারো দিনে ৩ বা তার অধিকবার পানির মত তরল পায়খানা হয় অথবা কেউ যদি তার স্বাভাবিক বারের বেশি পানির মত তরল পায়খানা করে তবে তাকেই ডায়রিয়া বলা হয়।

“Diarrhoea is the passage of 3 or more loose or liquid stools per day, or more frequently than is normal for the individual”-WHO

ডায়রিয়ার প্রকারভেদ:

সাধারণত ডায়রিয়া কে তিনটি ভাগে ভাগ করা যায় :

১. Acute watery diarrhoea – যে ডায়রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে।

২. Acute bloody diarrhoea – এই ডায়রিয়াকে dysentery ও বলা হয়।

৩. Persistent diarrhoea – যে ডায়রিয়া ১৪ দিন পর্যন্ত বা তার বেশি সময় ধরে থাকে।

ডায়রিয়ার কারন:

তিন ধরনের জীবানু দ্বারা ডায়রিয়া হয়ে থাকে:

ভাইরাস

ব্যাকটেরিয়া, এবং

প্রোটোজোয়া

এগুলো সাধারণত পচাঁ বাসি দূষিত খাদ্য, নোংরা পানি, মলমূত্র, মাছি প্রভৃতির মাধ্যমে ছড়িয়ে থাকে।

ডায়রিয়া সম্পর্কে কিছু তথ্য:

* ৫ বছরের নিচের শিশুদের মৃত্যুর ২য় প্রধান কারন হচ্ছে ডায়রিয়া রোগ।
* ডায়রিয়া রোগে প্রতি বছর ১.৫ মিলিয়ন শিশু মারা যায়।
* প্রতি বছর বিশ্বে ২ বিলিয়ন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়।
* ডায়রিয়া রোগে প্রধানত ২ বছরের নিচের শিশুদের বেশি আক্রান্ত করে।
* ৫ বছরের নিচের শিশুদের অপুষ্টির অন্যতম কারন ডায়রিয়া।

শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ হচ্ছে রোটা ভাইরাস ৫ বছরের নিচের শিশুদের মধ্যে ৪০% শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয় রোটা ভাইরাস দ্বারা ভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে শিশুর আলাদা কোন চিকিৎসার তেমন প্রয়োজন হয় না ৭-১০ দিনের মধ্যে আপনা আপনি রোটা ভাইরাস ডায়রিয়া ভালো হয়ে যায় এক্ষেত্রে আলাদা কোন চিকিৎসা দিয়েও দ্রুত শিশুকে ভালো করে তোলার উপায় নেই। তবুও আমাদের দেশের লোকজন শিশুদের ডায়রিয়া হলেই অযথা এন্টিবায়োটিক খাইয়ে দ্রুত শিশুকে সুস্থ করতে চায় এটা মোটেও করা উচিত নয়; উল্লেখ্য – এন্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া জনিত রোগে কাজ করে আমাদের শরীরের নিজস্ব একটা প্রতিরোধ সিস্টেম আছে যা শিশুকাল থেকে বিভিন্ন রোগজীবাণুর সংস্পর্শে এসে প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে সহায়তা করে অনর্থক এবং অযাচিত এন্টিবায়োটিক ব্যবহারে শিশুর লাভতো কিছুই হয় না বরং ক্ষতির কারনও হতে পারে

ডায়রিয়া রোগে মৃত্যুর কারন:

ডায়রিয়া রোগে পানি শূন্যতালবনের ঘাটতি দেখা দেয়। অধিক পরিমানে ডায়রিয়ার কারনে পানি শূন্যতা জীবনের জন্য হুমকি স্বরুপ হতে পারে ১. শিশু, ২. অপুষ্ট মানুষ, ৩. রোগপ্রতিরোধ ক্ষমতা কম যাদের – এমন মানুষদের জন্য। এই পানি শূন্যতা ও লবনের ঘাটতির কারনে রোগীর মৃত্যু পর্যস্ত হতে পারে।

ডায়রিয়া প্রতিরোধে করণীয়:

প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। নিম্নলিখিত পরামর্শগুলো মেনে চললে সহজেই ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব।

পরিচ্ছন্ন অবস্থায় খাদ্য গ্রহন করুন

খাদ্য গ্রহনের পূর্বে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন এবং পরিস্কার হাতে খাদ্যবস্তু ধরার অভ্যাস গড়ে তুলুন।















খাবার ঢেঁকে রাখুন
খাদ্যবস্তু ও খাবার সরঞ্জাম সবসময় ঢেঁকে রাখতে হবে যাতে মাছি বা পোকামাকড় বসতে না পারে।
















পরিস্কার পাত্রে খাদ্য গ্রহন করুন
খাওয়ার পূর্বে থালা বাসন পরিস্কার পানিতে ধুয়ে ফেলুন।















জীবানু মুক্ত বিশুদ্ধ পানি পান করুন


খাবার পানি ভালোভাবে ফুটিয়ে নিন বা ফিটকিরি বা পানি শোধনকারী ট্যাবলেট দিয়ে পানি জীবানুমুক্ত করে নিন।





















বাসি ও পচাঁ খাবার খাবেন না

নষ্ট ও গন্ধ হয়ে যাওয়া, বাসি ও পচাঁ খাবার পরিহার করুন।









স্যানিটারি পায়খানা ব্যবহার করুন

স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন এবং মল ত্যাগের পর সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন।










ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন

হাত ও পায়ের নখ সবসময় ছোট ও পরিষ্কার রাখুন।

















৮। আপনার শিশুকে রোটা ভাইরাসের টিকা প্রদান করুন

পরিবারের প্রতিটি সদস্যের পরিচ্ছন্নতা ও সচেতনতাই আপনার পরিবারকে ডায়রিয়া মুক্ত রাখতে সহায়তা করবে




ডায়রিয়া হলে করণীয়:

ডায়রিয়া প্রতিরোধই সর্বোত্তম পন্থা। তারপরও ডায়রিয়া হয়ে গেলে অবহেলা না করে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন অথবা কোন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। অতিরিক্ত দ্রুত রোগমুক্তির চেষ্টা কিংবা অবহেলা কোনটিই করা অনুচিতরোটা ভাইরাস ডায়রিয়ার ক্ষেত্রে ধৈর্য্য ধরে অপেক্ষা এবং ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া ডায়রিয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহনই ডায়রিয়ায় খারাপ পরিস্থিতির হাত থেকে আমাদের রক্ষা করতে পারে।


প্রকাশিত:
১. techtunes.com.bd

Tuesday, February 1, 2011

How To Connect Your PC (Desktop) or Laptop To Your TV (Computer Tutorial)

In recent years, a variety of movies gives breathtaking visual effects, we have seen amazing developments. These effects have made it possible for the film creators to open their imagination to the silver screen.

However, the small 15 inch laptop while watching these movies, just not funny.

It’s always desirable to see anything on a large Plasma/HD TV screen – whether it’s a movie, a amazing game or you’re sharing the Hi resolution pictures of your vacation with your friends. This is true not only at home but at your workplace too – as one can show Power point presentations or documents on a Big TV for a huge set of audience.

In this article I've discussed the different ways in which computer or laptop can be connected to TV.

There are many ways in which a computer can be connected to the TV. It depends on, which Computer and TV model you have and the kind of input ports on the TV and the output ports of your Computer.

Most of the TV’s provide a number of cables to allow external input to be fed to them. You would need to check the connection cables you got with your TV and connect them to your computer properly.

After you make this connection - use it as a PC monitor.

Your laptop/PC can be connected to your TV in a number of ways:

1) Connect Computer to your TV via S-Video:

S-Video cable is the most common port and is available with almost every TV, old or new. You would need to check however, if your laptop or computer has the S-Video port, which will allow us to establish a connection. But that does not give you the best image quality and is generally best used with older TV models.

There are 2 types of S-Video cables – 4 pin and 7 pin. Commonly the PC’s have a 7 Pin port. If your PC has a 4 Pin S-video port, this method wouldn’t work.

However, some S-Video cables have composite connectors at one end, so you can attach the S-Video end to your PC, and the composite connectors (that look like a audio jack) into your TV’s composite input ports and this would connect your PC to the TV.

2) Connect PC to Your TV using a VGA Cable:

If you have a Hi-Definition TV; it makes more sense to connect your PC to the TV using a VGA cable. Compared to S-Video above, a VGA Cable connection gives a much better picture quality and is easier to connect.

HDTV’s come equipped with a VGA port, and most computers have a VGA port on the motherboard or on the Graphics card. This is a simple way to connect your computer to the TV.



3) Connect PC to TV With A DVI Cable:

Just like the VGA Cable above, the HDTV’s have an option to connect a DVI (Digital Visual Interface) cable, since HDTV’s work on a digital signal. The older CRT monitor/TV’s are analog and thus cannot work with this type of input.

The picture quality of a DVI cable is better than both S-Video and the VGA cable output. If you have a DVI port on your computer and your TV, DVI cable is the better way to go.



4) Connect Your PC to your TV with a HDMI Cable:

HDMI cables are now a standard part of the HDTV’s and provide the best possible picture quality available. However, not many Computers come equipped with a HDMI port.

In order to connect your PC to your TV via HDMI port, you would need to use a DVI (PC) to HDMI (TV) adaptor cable. Since DVI and HDMI are compatible technologies, this works out quite well, and should be the connection of choice for best possible computer to TV output.


This cable is not very expensive and should be available on eBay at around 5$ – 10$ price range.

Now that we have seen the various cables that connect our PC to the TV, we look at the ports to which these cables are connected.


Various TV Ports – S-Video, VGA, DVI, HDMI Ports:


The above images can help you when you are trying to find the different TV ports, and help your plug the cables in the correct ports.

Connecting Audio Cables To Your TV:

If you are using either S-Video or VGA to connect your PC to the TV, you would need to connect the audio cables separately. The DVI and HDMI cables have inbuilt audio transmission, so you don't need to connect a audio jack separately.

To connect your computer’s audio to your TV, you would need the 3.5mm RCA 1.5 m Cable. One end (usually Black; like the pic) is to be plugged in where you usually plug your speakers, on the computer and the other ends go to the audio input of your TV (Red and White; like the pic). The red and white cables indicate the right and left speakers, so make sure you hook the cables in the correct sockets. Once plugged you would be able to listen to the computer’s audio on your TV speakers.

How to get the picture on TV once the cables are plugged in:

Once you connect the cables properly, it’s now time to transfer the computers display to the TV. To do this in Windows 7, right click on the desktop and click on “Screen Resolution”.

Now click on the “Detect” button, which will force the computer to search for other monitors. If you have connected the PC via a DVI or HDMI cable, the display should show up. In case of S-Video or VGA you may need to use the option “Try to connect anyway on VGA

Once you have selected the display, click on ok and the picture should now be transferred on to your TV. You may need to adjust your screen resolution on the PC, if the output doesn’t show up on the TV.

In Windows XP, follow a similar method. Right click on desktop and click on Properties>Settings. From there, select Output to an external monitor. If everything is properly plugged in and set up, you would see the output being displayed on the TV.

These are some, most common options to connect your PC to your TV. These can vary depending upon your TV and computer model as well as the cables you have.

If you know any other methods to connect your PC with your TV, do share them in the comments section below. I hope lot of people would find it useful.