Wednesday, April 24, 2013

Rana Plaza Savar Collapse, Help needed. সাভারে রানা প্লজা ভবন ধস - রক্ত, সাহায্য প্রয়োজন

80 dead, 800 hurt in Savar high-rise collapse, immediate blood, help needed.

সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করতেছি,

কথা না বাড়িয়ে  আপনারা নিশ্চয় জানেন সাভারের হাসপাতাল বা ক্লিনিকে প্রচুর রক্ত রক্ত প্রয়োজন , তাই আপনি আপনার ওয়েবসাইট , ফেসবুক বা টুইটারে নিচের ছবি লেখাটি শেয়ার করে বন্ধুদের রক্ত দিতে উৎসাহিত করুন ।

"দয়া করে সবাই যার যার প্রোফাইলে শেয়ার করুন । "

সাভারে আহত শ্রমিকদের জন্য রক্তের প্রয়োজন। আশেপাশে যারা আছেন, তাঁরা দয়াকরে এগিয়ে আসুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার লোক প্রশাসন ট্রেনিং সেন্টার সহ যেসব জায়গায় আমার আপনার বন্ধুরা আছেন, তাঁদেরকে অনুরোধ করুন। এনাম মেডিকেল সহ আশেপাশের হাসপাতালগুলোতে শতশত শ্রমিককে ভর্তি করা হয়েছে, দয়াকরে রক্তদানে এগিয়ে আসুন।

এনাম মেডিকেল
027743779-82,
01716358146
01681212777

3 comments:

 1. জরুরী ঘেষনা

  ● সাভার বাজারে ভবন ধসের ঘটনায় আটকেপড়া মানুষদের জন্য অক্সিজেন, শুখনো খাবার, পানি ও টর্চ লাইট/আলোর ব্যবস্থার প্রয়োজন।
  ● আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন; যোগাযোগ : ০১৭১৬৩৫৮১৪৬, ০১৬৮১২১২৭৭৭ (এনাম মেডিকেল কলেজ)।
  ● আটকেপড়া মানুষদের জন্য বিভিন্ন স্বস্থ্য সেবা প্রিতিষ্ঠান সমূহকে অক্সিজেন সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

  ReplyDelete
 2. সাভারের এনাম মেডিকেল এ পজেটিভ টাইপের ব্লাড বর্তমানে যথেষ্ট পরিমানে আছে। মেডিকেলের ব্লাড ব্যাংক থেকে জানানো হয়েছে যে, নেগেটিভ টাইপের ব্লাডের ঘাটতি আছে ও আগামিতে লাগতে পারে। তাই যাদের ব্লাডগ্রুপ নেগেটিভ টাইপ তাদের নিচের নাম্বার গুলোতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মেডিকেল কতৃপক্ষ ও সেচ্ছাসাবকবৃন্দ।

  মোবাইল যোগাযোগ- 01937188622 (MASRUR, JU)
  01681212777 (রন্তু)
  এবং : ০১৭১১৫৪৪৫৪৪(তাসলিমা ) ।

  ReplyDelete
 3. এই মুহুর্তে অনেক ব্যাগ রক্ত প্রয়োজন....যাদের পক্ষে সম্ভব নিন্মোক্ত নাম্বারে ফোন করে রক্ত দিয়ে আসতে পারেন...নিজে না পারলেও আপনার বন্ধুকে উত্সাহিত করতে পারেন....
  01711025876 (টিএসসি)
  8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET)
  01712180246 (Jahangirnagar University)
  01923337010 (জাহাঙ্গীরনগর)
  01681212777 (এনাম ম্যাডিক্যাল)
  ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
  ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
  ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
  সাগর- ০১৯২৫১৫০২০৪

  ReplyDelete